অভিনেতা হিসেবে প্রথম অস্কার জিতলেন ব্রাড পিট

হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার তকমা কিংবা ‘সুপুরুষ’ হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি থাকলেও ব্রাড পিটের কাছে এতদিন অধরাই ছিল চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দীর্ঘ অভিনয় জীবনের প্রথম অস্কার জিতে নিয়েছেন ব্রাড পিট।

স্থানীয় সময় রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কারের ৯২তম আসরে সেরা সহ-অভিনেতার পুরস্কার তুলে দেয়া হয় ব্রাড পিটের হাতে। এর আগে ২০১৪ সালে চলচ্চিত্র প্রযোজনার জন্য অস্কার পেয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা।

তবে এবার আর প্রযোজনার জন্য নয়, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারের গোল্ডেন ট্রফি উঠল কিংবদন্তি এ অভিনেতার হাতে।

ব্রাড পিটের সাথে ‘আইরিশ ম্যান’ ছবির জন্য আল পাচিনো, একই ছবির জন্য জো পেসকি, ‘টু পপস’ ছবির জন্য অ্যান্টনি হপকিঙ্কস এবং ‘আ বিউটিফুল ডে ইন দ্য নেবারহুড’ ছবির জন্য টম হ্যাঙ্কস ছিলেন অস্কারের সহ-অভিনেতার মনোনয়ন তালিকায়।

আজকের বাজার/এমএইচ