অমিতাভ বচ্চন কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের নন!

মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকীতে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন জানালেন, তিনি কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নন।

টেলিভিশনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এ দিনের বিশেষ পর্বে অমিতাভ মুখোমুখি হচ্ছেন বিশিষ্ট সমাজবিদ বিন্দেশ্বর পাঠকের।

অমিতাভ বলেন, “আমার পদবী ‘বচ্চন’, যা কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার বাবাও এটাই চাইতেন। আমার প্রকৃত পদবী ছিল ‘শ্রীবাস্তব’। কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। আমিই প্রথম ব্যক্তি, যে এই পারিবারিক নামটা প্রথম ব্যবহার করি। এটার জন্য আমি গর্বিত”।

পুরনো দিনের কথা উল্লেখ করে বিগ-বি বলেন, “আমাকে যখন কিন্ডারগার্টেনে ভরতির জন্য নিয়ে যাওয়া হয়, তখন আমার বাবার কাছে জানতে চাওয়া হয়, পদবী কী? সে সময়ই তিনি স্থির করে নেন, আমার পদবী হবে ‘বচ্চন’। এর পর যখন সেন্সাস কর্মীরা আমার কাছে ধর্মের নাম জানতে চেয়েছেন, তখন তাঁদের আমি একটাই কথা বলেছি- আমার অন্য কোনো ধর্ম নেই। আমি ভারতীয়”।

আজকের বাজার/এমএইচ