অরিত্রীর আত্মহত্যা: শিক্ষিকা হাসনা হেনা গ্রেপ্তার

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি ও নিহতের শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার, ৫ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।

মামলা দায়েরের পরের দিনই অভিযুক্ত শিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

অভিযুক্ত অপর দুই শিক্ষক হলেন- ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা।

গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ওই তিন শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া তাদের মাসিক পে অর্ডার (এমপিও) বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহারের জের ধরে গত সোমবার শিক্ষকরা নিজের বাবা-মাকে ডেকে এনে অপমান করলে ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী আত্মহত্যা করে।

আজকের বাজার/এমএইচ