আইসিএবি’র নতুন সচিব ইমরুল কায়েস

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েসকে দি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর নতুন সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইসিএবিতে যোগদানের আগে ইমরুল কায়েস বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকার সময়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটিজিক স্টাডিজ’র মহাপরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। তিনি কাউন্টার টেররিজম এবং ইন্টিলিজেন্স ব্যুারো, ডিজিএফআই’র পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।

১৯৭৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত জেনারেল কায়েস বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইন্টারসার্ভিস সিলেকশন বোর্ড’র প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন তিন বছর। জেনারেল ইমরুল কায়েস স্কুল অব মিলিটারী ইন্টিলিজেন্স এবং র্আমার কোর সেন্টার এন্ড স্কুল’র প্রশিক্ষকও ছিলেন। পেশাগত জীবনে তিনি চীন,পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে উচ্চতর মিলিটারী প্রশিক্ষণ নেন।

আজকের বাজার:এলকে/এলকে/৯ মে,২০১৭