আফগানদের ২৬৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

SOUTHAMPTON, ENGLAND - JUNE 24: Mushfiqur Rahim of Bangladesh plays a shot as Ikram Ali Khil of Afghanistan looks on during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Bangladesh and Afghanistan at The Ageas Bowl on June 24, 2019 in Southampton, England. (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সোমবার সাউদাম্পটনে আফগানিস্তানকে ২৬৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান করে মাশরাফি বাহিনী।

টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া সাকিব আল হাসান ৫১, তামিম ইকবাল ৩৬, মোসাদ্দেক সৈকত ৩৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২৭ রান করেন।

আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ৩টি, গুলবাদিন নাইব ২টি, দৌলত জাদরান ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট লাভ করেন।

শেষ চারের যুদ্ধে টিকে থাকতে হলে এবারের আসরের এখন পর্যন্ত সবগুলো ম্যাচে হারা আফগানদের বিপক্ষে আজ জিততেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেলেই জ্বলে ওঠে আফগানিস্তান। এখন পর্যন্ত দুই দল একদিনের ম্যাচে ৭ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় চারটিতে আর আফগানরা জিতেছে তিন ম্যাচে।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে সর্বশেষ আফগানদের মুখোমুখি হয় টাইগাররা। ওই ম্যাচে হেরেছিল বাংলাদেশ।

তবে আগের তুলনায় বর্তমানে বাংলাদেশ দল অনেক আত্মবিশ্বাসী। এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে টাইগারদের জয় দুটিতে। প্রথম জয় ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের জয়টি আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে ৬ ম্যাচের একটিতেও জয় পায়নি আফগানরা।

আজকের বাজার/এমএইচ