আবারও ঢাকার মাঠে খেলবেন মেসির আর্জেন্টিনা?

আট বছর পর আবার ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও তার দল।

এর আগে সর্বশেষ ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিানা।

প্যারাগুয়ে ফুটবলের টুইটারে সোমবার জানানো হয়, ঢাকায় আগামী ১৫ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে তারা ভেনেজুয়েলা এবং দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।

ভেনেজুয়েলা ফুটবল সংস্থার টুইটারেও প্যারাগুয়ের বিপক্ষে তাদের প্রীতি ম্যাচটি ঢাকায় হওয়ার বিষয়টি জানানো হলেও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

যা বলছে বাফুফে: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বিবিসি বাংলাকে জানান, আজ (বুধবার) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

প্যারাগুয়ের সময়সূচি প্রকাশ নিয়ে মুর্শেদী বলেন, ‘ওরা একেবারে ভুল বলেনি। প্রাথমিক আলোচনা হয়েছে আমাদের। তবে শর্তগুলো পূরণ হলেই ম্যাচ মাঠে গড়াবে।’

আজকের বাজার/লুৎফর রহমান