আবারও সেঞ্চুরি করলেন ক্রিস গেইল

ওয়ার্নার পার্কে টস জিতে সেন্ট কিটস প্রথমে ব্যাট করতে পাঠায় জামাইকাকে। ইনিংসের ওপেন করতে নেমে ক্রিজে ঝড় তোলেন গেইল। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৩৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তিন অঙ্কে পৌঁছতে তিনি খরচ করেন আরও ১৮টি বল। অর্থাৎ, ৫৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন গেইল। টি-২০ ক্রিকেটে এটি গেইলের ২২তম শতরান। শেষমেশ ৭টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬২ বলে ১১৬ রান করে আউট হন দ্য ইউনিভার্স বস।

ওয়ালটনের সঙ্গে জুটিতে সিপিএলে রেকর্ড ১৬২ রান যোগ করেন গেইল। ওয়ালটন ৩৬ বলে ৭৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন। জামাইকা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান তোলে।

পালটা ব্যাট করতে নেমে সেন্ট কিটস ১৮.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৪২ রান তুলে নেয়। এভিন লুইস ১৮ বলে ৫৩ রান করেন। অপর ওপেনার থমাস ৪০ বলে ৭১ রান করে আউট হন। এছাড়া ইভান্স ২০ বলে ৪১ ও অ্যালেন ১৫ বলে ৩৭ রান করেন। শেষ দিকে ব্রুকস ১৫ বলে ২৭ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

আজকের বাজার/লুৎফর রহমান