আমলার রেকর্ড এখন রোহিত শর্মার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪০ রানের বিশাল স্কোর গড়েছে স্বাগতিক ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন শিখর ধাওয়ান। রাহুল ৮০ ও কোহলি করেন ৭৮ রান। এছাড়া ওপেনার রোহিত শর্মা করেন ৪২ রান। আর এ রান করেই রোহিত গড়েন ওপেনার হিসেবে দ্রুততম ৭ হাজার রান করার রেকর্ড।

ক্যারিয়ারে ২২৩ ওয়ানডের ২১৬ ইনিংসে রোহিতের সংগ্রহ ৮ হাজার ৯৯৬ রান। আর মাত্র ৪ রান করলেই অর্জন করবেন ৯ হাজার রানের মাইলফলক। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করা রোহিত সেরা সময় পার করেছেন ওপেনিংয়ে ব্যাটিং করে। ১৩৭ ইনিংস ওপেনিংয়ে নেমে তিনি করেছেন ৭ হাজার রান। ওপেনার হিসেবে এর চেয়ে দ্রুততম সময়ে আর কেউই ৭ হাজার রান করতে পারেননি।

ওপেনার হিসেবে ৫৭.৬১ গড়ে রোহিতের সংগ্রহ ৭ হাজার ২৯ রান। ক্যারিয়ারের ২৮ সেঞ্চুরির ২৬টি এসেছে ওপেনিংয়ে নেমেই। এছাড়া ইনিংস সূচনা করতে এসে ৩১টি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।

ওপেনার হিসেবে দ্রুততম ৭ হাজার রান করার রেকর্ড গড়তে রোহিত পেছনে ফেলেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলাকে। আমলা ৭ হাজার রান করতে খেলেছেন ১৪৭ ইনিংস। এছাড়া এ তালিকায় তৃতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারকে এ রান করতে খেলতে হয়েছে ১৬০ ইনিংস।

আজকের বাজার/আরিফ