ইবিতে ডিজিটাল লাইব্রেরির যাত্রা শুরু

পাঠাগারের মান উন্নয়নের জন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)ক্যাম্পাসে একটি ডিজিটাল লাইব্রেরি অ্যাক্সেস সেন্টার চালু করেছে কর্তৃপক্ষ। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের খাদেমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় লাইব্রেরিতে উপাচার্য অধ্যাপক এম হারুন-উর-রশীদ আসকারি এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এম সেলিম তোহা, লাইব্রেরি অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক এম মাহবুবর রহমান। অনুষ্ঠানে ইবি উপাচার্য বলেন, পাঠাগারের মান উন্নয়নের জন্য তারা ডিজিটাল লাইব্রেরি চালু করেছেন। এতে প্রবেশাধিকারের জন্য শিক্ষার্থীদেরকে নিবন্ধন করতে হবে। শিক্ষার্থীদের জন্য একটি ই-বুক কর্নার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান