ইসির নির্দেশে ৩জি, ৪জি নেট বন্ধ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল মোবাইল ফোন অপারেটরদের ৩জি ও ৪জি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে নেটের গতি কমিয়ে রাখতে বৃহস্পতিবার মোবাইল ফোন অপারেটরদের চিঠি দিয়েছে বিটিআরসি।

মোবাইল ফোন অপারেটর সূত্রে জানা গেছে, এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন করতে বিটিআরসি মোবাইল ফোন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নেটের গেতি কম থাকবে বলে চিঠিতে বলা হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত্ব টেলিটকের এমডি মো. শাহাব উদ্দিন রাত ১১টার দিকে ইউএনবিকে জানান, বিটিআরসি থেকে তারা এ ধরনের নির্দেশনার একটি চিঠি পেয়েছেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ