ঈদের আগে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ করা যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

ঈদের আগে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।

শ্রম ভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী আরো জানান, এপ্রিলে যেসব শ্রমিক কাজ করেছেন, তারা ঈদের আগেই পুরো বেতন পাবেন। আর লকডাউনের কারণে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারেননি, তারা ৬০ শতাংশ বেতন পাবেন বলে জানান শ্রম প্রতিমন্ত্রী।

তবে এজন্য শ্রমিকদের আসতে হবে না। তাদের বেতনের টাকা পাঠিয়ে দেয়া হবে। এর আগে মঙ্গলবারও পোশাক শিল্প মালিকদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয়।