উদাহরণ সৃষ্টি করল সিলেট সিক্সার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দলগুলোর মধ্যে সবার আগে পঞ্চম আসরের খেলোয়াড়দের পাওনা অর্থ পরিশোধ করেছে নতুন দল সিলেট সিক্সার্স। রোববার সব ক্রিকেটারের হাতে পাওনা অর্থের চেক তুলে দেন দলটির কর্মকর্তারা।

বিপিএলের নিয়ম অনুযায়ী আসর শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের অর্ধেক পরিশোধ করতে হবে এবং টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে। আসর শেষের আগেই সিলেট সিক্সার্স তাদের বকেয়া সম্পূর্ণ পরিশোধ করেছে। এর মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করল সুরমা পাড়ের এই দলটি।

সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত বলেন, ‘বিপিএলে নিজেদের প্রথম অংশগ্রহণ হলেও স্বল্প সময়ের মধ্যে ভালো দল গড়ার চেষ্টা করেছি। দলের পারফরমেন্সে আমরা খুশি। সিলেটের সমর্থকদের মতো আমাদের প্রত্যাশা ছিলো আরও ভালো করার। শেষ পর্যন্ত সেটি না হলেও, আমরা হতাশ নই। আগামী মৌসুমে পূর্ণ উদ্যোমে সেরা দল গড়ার চেষ্টা থাকবে আমাদের।’

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ জানান, দেশি-বিদেশি ক্রিকেটারদের ইতিবাচক বার্তা দিতেই তাদের এমন উদ্যোগ। তিনি বলেন, ‘সবার আগে পাওনা পরিশোধ করে আমরা দেশি-বিদেশি ক্রিকেটারদের একটা বার্তা দিতে চেয়েছি। সেটি হলো, সিলেট সিক্সার্স শতভাগ পেশাদারিত্বের মানসিকতা নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। যেখানে ক্রিকেটারদের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।’

প্রথম দর্শনে সমর্থকদের হতাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের মাটিতে টুর্নামেন্টের শুরুর দিকে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে দলটি। যদিও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি এই জয়ের ছন্দ।
আজকের বাজার: সালি/ ১৭ ডিসেম্বর ২০১৭