উহানে সব ধরণের বন্যপ্রাণি খাওয়া নিষিদ্ধ

করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানে সব ধরণের বন্যপ্রাণি খাওয়া নিষিদ্ধ করেছে চীনা কর্তৃপক্ষ।

গেলো ১৩ই মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। যা আগামী ৫ বছর পর্যন্ত চলবে। এছাড়া বন্যপ্রাণি শিকার নিষিদ্ধ করে শহরটিকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।

এছাড়া জিয়াংজি এবং হুনান অঞ্চলে বন্যপ্রাণীর ব্যবসা বন্ধে খামারীদের নগদ অর্থ সহায়তার পরিকল্পনা নেয়া হয়েছে। এর আগে রাজধানী বেইজিংয়ে গেল ফেব্রুয়ারিতে বন্যপ্রাণী শিকার ও খাওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।