‘একটা ব্যাটের দাম ৬০ হাজার, ঘরোয়া ক্রিকেটাররা কিনবে কী করে?

পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটের উন্নতি হয় না কেন? এবং পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের বেহাল দশার কারণ কী? এমনই প্রশ্ন করা হয়েছিল ইনজামাম উল হককে।

এই প্রশ্নের জবাবে ইনজামাম বলেন, ”পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভাল নয়। আমাদের দেশে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ভাল মাঠ ও উইকেট নেই। এটা সব থেকে বড় সমস্যা।

আরেকটি সমস্যা হল অন্য দেশে ঘরোয়া ক্রিকেটাররা যা পারিশ্রমিক পান আমাদের দেশে তার অর্ধেকও পায় না। একটা ভাল ব্যাট কিনতে গেলে ৬০ হাজার টাকার প্রয়োজন। এদিকে একজন ঘরোয়া ক্রিকেটার সর্বাধিক মাসিক ৫০ হাজার টাকা বেতন পায়। তার পক্ষে কি এত টাকা দিয়ে ব্যাট কেনা সম্ভব! তা হলে আমরা অন্য উন্নত দেশের সঙ্গে লড়ব কী করে!”

আজকের বাজার/লুৎফর রহমান