এসপি হারুনের বিষয়ে তদন্ত শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের বিষয়ে শিগগির তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উনার (এসপি হারুন) ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে, উনি চাঁদাবাজি করছিলেন, একজনকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তিনি উঠিয়ে নিয়ে গেছেন কি না, সেটা তো তদন্তের ব্যাপার। তদন্তের আগে আমরা কী বলব তিনি অপরাধ করেছেন?

তদন্তের পরই এগুলো খোলাসা করে বলা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তদন্ত শুরু হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, সেটা তো শুরু হবেই, আমরা মাত্রই তো তাকে সরিয়ে এনেছি।

আজকের বাজার/এমএইচ