ওজন বাড়ানো ও সতেজ রাখতে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি!

ওজন বাড়ানো ও সতেজ রাখতে চিংড়ি মাছে ক্ষতিকর রাসায়নিক জেলি ব্যবহার করার অপরাধে কুমিল্লায় এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার অভিযানে বিষয়টি ধরা পড়লে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করার পর মাছগুলো ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নগরীর রাজগঞ্জ ও টমসমব্রিজ বাজারে অভিযান পরিচালনা করে চিংড়ি মাছে রাসায়নিক জেলি পাওয়া যায়। এসব জেলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাছ ব্যবসায়ীরা দীর্ঘদিন মাছকে সতেজ রাখা ও ওজন বাড়ানোর জন্য ব্যবহার করেন।

জেলি মেশানো সাড়ে আট কেজি চিংড়ি মাছ বাজার কমিটির নেতা ও জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

এদিকে ফ্রিজে বাসি খাবার রাখার দায়ে বধুয়া ফুড ভিলেজ নামের একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা।

অভিযানের সময় দোকানিদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য না মেশানো, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করাসহ সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করার পরামর্শ  দেয়া হয়।