কফি খান আয়ু বাড়ান

সাধারণত আমরা সকলেই কম বেশি কফি খেতে পছন্দ করি। তবে কফি খেতে বসলেই প্রথমে প্রশ্ন উঠে হট কফি না কোন্ড কফি! প্রতিযোগিতায় কে এগিয়ে? কোনটি বেশি স্বাস্থ্যকর? এ বিষয়ে বিভিন্ন সময়ে তথ্য পাওয়া গেলেও তা কতটা ভরশা যোগ্য তা দেখার বিষয়। তবে এবার গবেষণার তথ্য অনুযায়ী উত্তর পাওয়া যাবে৷

স্টাডি জানাচ্ছে, হজমে খানিকটা সাহায্য করে কোল্ড কফি৷ অন্যদিকে, তুলনামূলক ভাবে হট কফি বেশি কার্যকর৷ কারণ, কোল্ড কফির থেকে হট কফিতে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেট থাকে৷

গবেষণার তথ্য অনুসারে, নিয়মিত কফি খাওয়ার অভ্যেস হার্টের রোগ, ডায়াবেটিস, অকাল মৃত্যু মত ঝুঁকি কমাতে সাহায্য করে৷ গবেষকরা প্রমান করতে সক্ষম হয়েছেন যে, কফি মধ্যস্থ ক্যাফাইন ফ্যাট বার্ণ করতে সাহায্য করে৷ শুধু তাই নয়, এ উপাদানটি মেটাবলিক রেটকেও বাড়াযতে সাহায্য করে৷ সম্প্রতি গবেষকরা আরও বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন। এ তথ্য মতে দেখা গিয়েছে, কয়েক প্রকার ক্যান্সার এবং ডিপ্রেশনের মত রোগকেও দূরে রাখতে সক্ষম এক কাপ কফি৷

এক গবেষক জানাচ্ছেন, ‘কফির মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে৷ যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে ভাল বলে প্রমানিত হতে পারে৷ কোল্ড কফির তুলনায় অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হট কফতে৷’ এক গবেষণার তথ্য জানাচ্ছে, যারা প্রতিদিন ২-৩ কাপ কফি খেয়েছেন তাদের মৃত্যুর সম্ভবনা ১২ শতাংশ পর্যন্ত কমেছে৷

তাই ওজন কমাতে এবং মৃত্যু ঝুঁকি কমাতে কফির বিকল্প নেই।

অনেকেই ওজন বৃদ্ধি জনিত সমস্যায় ভোগেন৷ আর, এ থেকেই শরীরে ছোট বড় রোগ বাসা বাধে৷ তাই, কোন দিকে কান না দিয়ে চুটিয়ে কফি খান৷ আর, ঘরে বসেই কমিয়ে ফেলুন ওজন৷ যা কিনা মরণ ব্যাধির পর্যায়েও চলে যায়৷ তবে শুধু মাত্র এক কাপ কফিতেই এ সমস্যার সমাধান মিলতে পারে৷ তাই, কফির কাপে চুমুক দিয়ে আপনার সকাল শুরু করুন৷

আজকের বাজার/এমএইচ