করোনা শনাক্তের ১ হাজার কিট চট্টগ্রামে পৌঁছেছে

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) পরিচালক মো. আবুল হাসান জানান, চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তকরণ কিট ঢাকা থেকে এসে পৌঁছেছে। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে প্রাথমিকভাবে এক হাজার কিট এসেছে। ফলে এখন থেকে চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তকরণ কাজ করা যাবে।

সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এজন্য এই কিটগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আরও কিট আসবে বলে জানা গেছে।

বিআইটিআইডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ বলেন, করোনা শনাক্তের জন্য ইতিমধ্যে আমাদের হাসপাতালের এক অধ্যাপক ও দু’জন টেকনিশিয়ান ট্রেনিং নিয়েছেন। প্রাথমিকভাবে তাদের তত্ত্বাবধানে চট্টগ্রামের নাগরিকদের করোনা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।