কলকাতা বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসাবে গড়া হবে: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘কলকাতা বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসাবে গড়ে তুলতে হবে এবং আমার সরকার ঠিক সেটিই করবে।’
নরেন্দ্র মোদি কলকাতা বন্দরের দীর্ঘ ইতিহাস টেনে বলেন, এই পোর্টের আধুনিকীকরণে কয়েক শ’ কোটি টাকার অবকাঠামোগত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী রোববার কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বার্ষিকী উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।খবর বাসস।

তিনি বলেন, কলকাতা বন্দরকে আধুনিকায়ন করে বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে আরো গভীর ও জোরদার করা হবে।

এছাড়া মোদি কলকাতা বন্দরের নাম বদলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণের ঘোষণা দেন।
২০২১ সালের মধ্যে যাতে গঙ্গায় বড় বড় জাহাজ চলতে পারে তার জন্য ফারাক্কা ও হলদিয়ায় নদীর গভীরতা বাড়ানোর কাজ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, গঙ্গাকে আসামের ব্রহ্মপুত্রের সঙ্গে যোগ করা হবে।

আজকের বাজার/লুৎফর রহমান