কাতারে তালেবান আলোচকদের সঙ্গে বৈঠক করবেন পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তালেবান ও আফগান সরকারের আলোচকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য দ্রুত প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা এগিয়ে নেয়ার ইঙ্গিত দেয়ার পর তিনি এ আলোচনা করতে যাচ্ছেন। খবর এএফপি’র।
শুক্রবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পম্পেও কাতারের রাজধানী দোহায় আলোচনা করতে আফগান ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো জানায়, পম্পেও দোহায় অবস্থানকালে কাতারের শাসক আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করবেন।
এ সপ্তাহের গোড়ার দিকে পেন্টাগন জানায়, তারা আফগানিস্তান থেকে দ্রুত প্রায় দুই হাজার সৈন্য প্রত্যাহার করে নেবে। গত ফেব্রয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে।