কার ব্যাটের মূল্য কত

MS Dhoni captain of Chennai Super King leave the ground after practice ahead of IPL match against Mumbai Indian at Wankhede on Friday. Express Photo by Prashant Nadkar. 09.05.2014. Mumbai.

যে কোন ব্যাটসম্যানই ব্যাট নিয়ে একধরনের অবসেশনে ভোগেন। ভালো ও কমফোর্টেবল ব্যাট সাফল্যের সংজ্ঞা পাল্টে দিতে জানে। আধুনিক যুগের তিন কীর্তিমান ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, এমএস ধোনি ও বিরাট কোহলির পারফরম্যান্সের পেছনে ব্যাটের বড় ভূমিকা রয়েছে।
টেন্ডুলকারের ব্যাট শুরুর দিকে হাজার পাঁচেক রুপি ছিল পরে ২০ হাজার ছাড়িয়েছে। ইংলিশ উইলো ব্যাটই পছন্দ ছিল এই কিংবদন্তির।
বিরাট কোহলির ব্যাট তৈরি হয় পুরোনো উইলো গাছ থেকে। তার প্রতিটি ব্যাটের দাম পড়ে ১৭,০০০ থেকে ২৩,০০০ রূপি।
ধোনির ব্যাট যথারীতি টেন্ডুলকার ও কোহলির মতো গ্রেড ওয়ান কাঠে দিয়ে তৈরি হয়। যার প্রতিটা ব্যাটের দাম ২৪ হাজার রূপির কাছাকাছি।
আজকের বাজার: সালি/ ১৭ ডিসেম্বর ২০১৭