কুবিতে মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

মিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)  মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহালসহ ১১ দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ মানববন্ধন করেছে।
রবিবার (১লা ডিসেম্বর) বিকেল ৩ টায় মুক্তিযোদ্ধা দিবসে ১১ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়  বঙ্গবন্ধু   ভাস্কর্যের সামনে  মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
১১ দফা দাবির অন্যতম দাবিগুলো  হলো- ১লা ডিসেম্বর  মুক্তিযোদ্ধা দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান, মুক্তিযোদ্ধা কোটা বহাল, মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন, সাংবিধানিক স্বীকৃতি প্রদান, দূর্নীতিবাজ মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধাদের যারা কটাক্ষ করেছে তাদের কে বিচারের দাবি জানিয়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো: মীর শাহাদাত হোসেনের  সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস । এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।