ক্রিকেটারদের দ্বিতীয় করোনা টেস্ট শুক্রবার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা শুক্রবার আরও একবার করোনা টেস্টে অংশ নেবেন। তিনটি ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলংকায় প্রস্তাবিত সফরের আগে অনুষ্ঠিত চারটি করোনা টেস্টের মধ্যে এটি হবে দ্বিতীয়।

ক্রিকেটারদের প্রথম করোনা টেস্ট করা হয়েছিল ১০ দিন আগে। এখন তারা দ্বিতীয়বারের মতো নমুনা দিতে প্রস্তুত। সফরটি পরিকল্পনা মতো আয়োজিত হলে আরও দুবার করোনা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে টাইগারদের।

প্রথম টেস্টে ফিজিক্যাল ট্রেইনার নিকোলাস লি’র পাশাপাশি বাঁহাতি ওপেনার সাইফ হাসানের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে লি নেগেটিভ হলেও সাইফ এখনো পজিটিভ রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি সূত্র জানায়, শ্রীলঙ্কা সফরের জন্য যে ২৭ জন ক্রিকেটারের জিও (গভর্নমেন্ট অর্ডার) হয়েছে।

যদিও শ্রীলংকা সফর নিয়েই সংশয় রয়েছে। কারণ শ্রীলংকার স্বাস্থ্য কর্তৃপক্ষ টাইগারদের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা শিথিল করতে রাজি নয়, যা বিসিবি’র চাওয়া ছিল।