খুলনায় মদপানে দুই ভাইসহ ৫ জনের মৃত্যু

খুলনায় অতিরিক্ত মদপানে দুই ভাইসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হচ্ছেন-নগরীর গল্লামারি এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস, তাপস দাস, ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস, রূপসা উপজেলার রাজাপুর এলাকার পরিমল, নগরীর গ্লাক্সোর মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সুজন শীল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলমগীর, ডা. ওমর ফারুক ও ডা. মনোয়ার জানান, সকাল থেকে তারা কর্তব্যরত অবস্থায় মদপানে অসুস্থ্ পাঁচ ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত মদ পানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) এহশান শাহ বলেন, দুইজন মদ্পানে মারা গেছে। বাকিদের বিষয়টি নিশ্চিত নই। মদপানে তাদের মৃত্যু হতে পারে। তবে তাদের হার্টেও সমস্যা ছিল।

খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ নিচ্ছেন।

আজকের বাজার/এমএইচ