খোয়াই নদীর তীর থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা শহরের মধ্যদিয়ে প্রবাহিত খোয়াই নদীর তীর থেকে ১০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর বাঁধ দখলমুক্ত করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত চলে এই অভিযান।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল এর উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, শহরের মাঝামাঝি এলাকায় খোয়াই নদীর বাঁধে চৌধুরী বাজার থেকে নাতিরাবাদ পর্যন্ত ৮শ’ মিটার বাঁধ থেকে ১০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি জানান, এ সময় পাকা এবং আধাপাকা স্থাপনাগুলো অপসারন করতে বুলডোজার এবং এস্কাবেটর ব্যবহার করা হয়।
অভিযানকালে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।