গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর জরুন এলাকার একটি পোশাক কারখানায় লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লাগা ওই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে জরুন এলাকার ‘ইসলাম গার্মেন্টসের’ সেমিপাকা ভবনে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি এবং ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে তিনটি ইউনিটের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই রুমে থাকা সুতা পুড়ে গেছে এবং মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার