গাজীপুর ও শ্যামপুরে আগুনে আহত ৩ শ্রমিককে ৫০ হাজার টাকা করে সহায়তা

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলস এবং শ্যামপুরের মজিবর মেটাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিন শ্রমিককে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পক্ষে মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের দেখতে যান এবং সেখানে দায়িত্বরত চিকিৎসকদের কাছে চিকিৎসার খোঁজখবর নেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলী এবং ঢাকার উপ-মহাপরিদর্শক একেএম সালাহ উদ্দিন শান্ত এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের এক লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়ার বিধান রয়েছে।