চট্টগ্রামে ১ টন পলিথিন জব্দ, কারখানা মালিককে নোটিশ

জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় অবৈধভাবে গড়ে উঠা একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে একটন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
পাশাপাশি, অবৈধভাবে গড়ে ওঠা ওই কারখানার মালিককে শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে পরিবেশ অধিদফতরের পরিচালক (চট্টগ্রাম মহানগর) আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (চট্টগ্রাম মহানগর) সংযুক্তা দাশ গুপ্তা জানান, আজ ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় একটি বেনামি কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করা হয়েছে। কারখানার মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। শুনানী শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।