চলমান গার্মেন্ট শ্রমিক বিক্ষোভের শান্তিপূর্ণ সমাধান চান জার্মান দূত

গার্মেন্ট শ্রমিকদের চলমান বিক্ষোভের ‘শান্তিপূর্ণ ও ন্যায্য’ সমাধান চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।

তিনি তৈরি পোশাক কারখানার মালিকদের ন্যায্য মজুরি দিতে অনুরোধ জানিয়ে টুইট করেছেন।

টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি চলমান শ্রমিক সংঘাতের শান্তিপূর্ণ ও ন্যায্য সমাধানের পক্ষে আছি।’

মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ জার্মানি।

আরেক বার্তায় জার্মান দূত বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের দমন করা পুলিশের উচিত নয়। এটি নিয়ে কারখানা মালিকদের আলাপ আলোচনা করা উচিত। ন্যায্য মজুরি এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করুন। দুর্ঘটনার বীমা দিন। সরকারের পেছনে লুকাবেন না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সাভার, গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকায় গার্মেন্ট শ্রমিক ও পুলিশের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

সরকার ঘোষিত ‘বৈষম্যমূলক মজুরি বোর্ড’ বাতিলের দাবিতে সাভারের আশুলিয়া, বাগড়া বাইপাস এবং গাজীপুরে ও মিরপুর এলাকায় টানা পঞ্চমদিনের মতো বিক্ষোভ করেছে গার্মেন্ট শ্রমিকরা। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ