চোরের ক্ষমাপ্রার্থনার নোট!

গির্জার দরজা ভেঙে চুরি করা হয় গির্জার সামগ্রী। তারপর চোর সেই গির্জায় রেখে যায় ক্ষমাপ্রার্থনার নোট। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি গির্জায়।

যুক্তরাষ্ট্রে এক চোর রাতে এসে গির্জার দরজা ভেঙে ঢুকে পড়ে। তারপর কয়েক হাজার ডলার মূল্যের গির্জার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় ক্ষমা চেয়ে নিজের হাতে নোট লিখে রেখে যায়। গির্জায় থাকা সিসিটিভির ফুটেজে এসব ধরা পড়ে। পুলিশ সেই ফুটেজ দেখে হতবাক।

চুরি করে গির্জা ত্যাগ করার আগে চোর লিখে গিয়েছে, ‘‌আমার জন্য প্রার্থনা করুন। দুঃখিত ভাইয়েরা। আমায় বাঁচান।’‌ সেই নোটে একটি দুঃখিত মুখ এঁকে গিয়েছে চোর। এমন ঘটনা বিরল বলে জানাচ্ছে মার্কিন পুলিশ। আগে এমন ঘটনা ঘটেছে বলে তাঁদের জানা নেই।

অন্যদিকে গির্জার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যাকলিন ডেভিস জানান, অডিও ও ভিডিও সামগ্রী মিলিয়ে ৪ হাজার ডলার এবং গির্জার বাকি মূল্যবান সামগ্রী ধরলে ২.‌৭ লাখ ডলারের জিনিসপত্র চুরি গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ভোররাতে এই চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করা হয়েছে। তার খোঁজে চলছে জোর তল্লাশি।