জুন পর্যন্ত জরিমানা ছাড়াই বয়লার চালনা সনদ নবায়নের সুযোগ

আগামী জুন পর্যন্ত কোনো ধরনের জরিমানা ছাড়াই সনদ নবায়নের সুযোগ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত ক্ষতির কারণে শিল্প মালিকদের এই সুযোগ দেয়া হয়েছে বলে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের এক অফিস আদেশে আজ বুধবার একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়লার চালনা সনদের মেয়াদ উত্তীর্ণ হবে, তারা রুটিন ফি দিয়ে জুন মাসের মধ্যে সনদ নবায়ন করতে পারবেন। এর জন্য কোনো ধরনের জরিমানা গুণতে হবে না।
বর্তমানে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের অধীনে নিবন্ধিত মোট বয়লারের সংখ্যা ১২ হাজার ২৩৬টি। আইন অনুযায়ী প্রতিটি বয়লারকে বছরান্তে নির্ধারিত ফি দিয়ে সনদ নবায়ন করতে হয়। সে অনুযায়ী ২০২০ সালের মার্চ মাসে ৫৪২টি, এপ্রিল মাসে ৬শ ১৩ টি এবং মে মাসের জন্য ৫২০টি সনদ নবায়নের জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে মার্চে নবায়নকৃত বয়লার সংখ্যা ৩৭০ টি।