জোয়ারে প্লাবিত হতে শুরু করছে নিম্নাঞ্চল

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সেই সাথে বেড়েছে ঝড়ো বাতাসের দাপট। ফুলে-ফেঁপে উঠেছে নদ-নদী ও সাগর। জোয়ারের পানিতে এরইমধ্যে প্লাবিত হয়েছে রাঙ্গাবালি উপজেলার চরমোন্তাজ ও চরআন্ডা ইউনিয়নের কয়েকটি এলাকা।

প্লাবিত হয়েছে ভোলার ঢালচর ইউনিয়ন। তারপরও নানা অজুহাতে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হচ্ছে না অনেকে। বৈরি আবহাওয়া বিরাজ করছে বরগুনা, বরিশাল, বাগেরহাটসহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকা বেশিরভাগ জেলায়।

দুর্গতদের আশ্রয়কেন্দ্রে জড়ো করতে মাইকে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। এদিকে, বরগুনায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মো. শহীদ নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাতে সদরের পরিরখাল গ্রাম এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।