জয়পুরহাটে এবারও রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে আবহাওয়া ভালো থাকায় রোপা আমনের এবারও বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। সোনালী ধানের হেলে পড়া শীষে এখন ঝলমল করছে জেলার মাঠ-ঘাট।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জেলায় চলতি ২০২০-২১ মৌসুমে ৭১ হাজার ৪১০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬৭ হাজার ৯৮০ হেক্টর, তের ৩ হাজার ৪১০ হেক্টও হাইব্রিড ও স্থানীয় জাতের রয়েছে এক হাজার ২০ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৭শ ৫৮ মেট্রিক টন । জয়পুরহাটের পাঁচ উপজেলাতেই রোপা আমন চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক ভাবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও বিএডিসি (বীজ) থেকে উন্নত মানের ধানবীজ সরবরাহ করা হয় কৃষকদের মাঝে।

কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি ২০২০-২১ মৌসুমে বৃষ্টিপাতের কোন সমস্যা ছিলনা। আবহাওয়া ভালো থাকায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় ৃকৃষক ও কৃষি বিভাগ। ধানের শীষের ভারে দাঁড়িয়ে থাকা ধান হেলে পড়েছে জমিতে। ইতোমধ্যে কিছু এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হলেও নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হবে বলে বাসস’কে জানান , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স ম মেফতাহুল বারি।

উল্লেখ্য, গত ২০১৯-২০ রোপা আমন চাষ মৌসুমে জেলায় ৭৩ হাজার ১৬০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছিল। এতে চাল উৎপাদন হয়েছিল ২ লাখ ২০ হাজার ৫ শ ৭০ মেট্রিক টন। যা জেলার খাদ্য চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা সম্ভব হয়েছিল বলে জানায় কৃষি বিভাগ।