টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফের হ্নীলা জাদিমুরা নাফ নদী সীমান্তে সোমবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফায়সাল হাসান খানের ভাষ্যমতে, বেশ কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ উপকূলে প্রবেশের গোপন সংবাদ পেয়ে ভোরে হ্নীলা জাদিমুরা নাফ নদী সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। সেখানে মাদক পাচারকারীদের সাথে বিজিবি সদস্যদের গোলাগুলি হয়।

পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সুজিতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে গুলিবিদ্ধ একটি মৃতদেহ, ৫০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করে বলে দাবি করেন বিজিবি অধিনায়ক।

লাশটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার/এমএইচ