ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত সাংবাদিকদের হয়রানীমূলক মামলা প্রত্যাহারসহ আইনটি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুরগাঁও সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে এ মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলছে করোনা মোকাবেলা করতে হলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে, ঠিক তখন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গির চাল চুরির সংবাদ করায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা করা হয়েছে।

এছাড়াও ফেসবুকে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনামূলক লেখালেখি করার অপরাধেও সারাদেশে অনেকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দেয়া হয়েছে। যা খুবই দু:খজনক। তাই অবিলম্বে হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।