ডিসেম্বরের মধ্যেই ভাসনচর পরিদর্শন করবে জাতিসংঘ

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে অতিরিক্ত চাপ কমাতে তাদের একটি অংশকে ভাসানচরে সরিয়ে নিতে চাইছে সরকার।

কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় নোয়াখালীতে জেগে ওঠা নতুন চরটিতে রোহিঙ্গাদের বসবাস উপযোগিতা নিয়ে, এবং তাদের নিরাপত্তা নিয়ে বরাবরই রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে।

এমন এক পরিস্থিতিতে রোহিঙ্গাদের একাংশকে স্থানান্তরের ক্ষেত্রে ভাসানচর কতটা তৈরি, তা দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধিদলের চলতি মাসেই সেখানে যাওয়ার কথা রয়েছে।

রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এ কথা জানান।

আজকের বাজার/লুৎফর রহমান