ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ রোগী হাসপাতালে চিকিৎসাধীন

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে ৩৮ জনসহ দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪৩ রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজনসহ সারাদেশে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১৪৮। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত পেয়েছেন ১০৫ জন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ