ঢাকা স্টক এক্সচেঞ্জ বন্ধের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ল

মহামারী করোনা পরিস্থিতির কারণে সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আগামী ৩০ মে পর্যন্ত দেশের শীর্ষ শেয়ার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেটির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ৩০ মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ বন্ধ থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ‘লকডাউন’ পরিস্থিতি কিছুটা শিথিল করলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ১০ মে থেকে লেনদেন চালু করার অনুমতি চায় দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির কাছে। কিন্তু বিএসইসি অনুমতি দেয়নি। ফলে সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয় এই দুই শেয়ারবাজার কর্তৃপক্ষকে।