তারিক আফজাল এবি ব্যাংকের ডিএমডি হয়েছেন

বিশিষ্ট ব্যাংকার তারিক আফজাল সম্প্রতি এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। তিনি ব্যাংকটির কর্পোরেট অ্যাফেয়ার্স, আইনী ও নিয়ন্ত্রক বিষয়ক কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এবি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি সোনালী পোলারিস ফাইন্যান্সিয়াল টেকনোলজির (সোনালী ব্যাংক ও ভারতের পোলারিস যৌথ প্রতিষ্ঠান) প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

তারিক আফজাল ১৯৮০ এর দশকের শেষদিকে লন্ডন, যুক্তরাজ্যে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন, পরে কানাডার ক্রেডিট ইউনিয়ন, এএনজেড গ্রিনল্যান্ডস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংক ও ব্যাংক আলফালাহ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশে ডান এবং ব্র্যাডস্ট্র্রিট রেটিং এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি