তিন টাকার ডিম বিক্রি আধা ঘণ্টায় পণ্ড

আজকের বাজার প্রতিবেদন
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর বিশ্ব ডিম দিবস উপলক্ষে সাধারণ মানুষের কাছে প্রতিটি ডিম তিন টাকায় বিক্রির ঘোষণা দেয়।
গত শুক্রবার সকাল ১০টার সময় ডিম বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলে ডিম প্রত্যাশিতদের লাইন শুরু হয় সকাল ছয়টা থেকে। রাজধানীর খামাবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে হাজারো মানুষ ভিড় জমায়।
মানুষের ভিড়ের চাপে এসময় ভেঙে যায় কাউন্টারের কিছু অংশ এবং স্টলে রাখা ডিম। সকাল ১০টার দিকে বিক্রি শুরু করলে অতিরিক্ত মানুষের চাপে ডিম বিক্রি বন্ধ করে দেন আয়োজকরা। এতে ক্ষুব্ধ হয়ে ক্রেতারা কৃষিবিদ ইনস্টিটিউটের আশেপাশে বিক্ষোভ করেছেন।
এর আগে সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেখা যায়, হাজার হাজার মানুষের লাইন। প্রতি পিচ ডিম তিন টাকায় কিনতে সকাল ছয়টা থেকে মানুষ দাঁড়ানো শুরু করে। নয়টার মধ্যে এ লাইন কেআইবি চত্বর ছেড়ে বিজয় সরণি পার হয়ে যায়। অপেক্ষারত মানুষের কাছ থেকে ডিম বিক্রি নিয়েও অনিয়মের গুঞ্জন শোনা যায়।
কেআইবি চত্বর ঘুরে দেখা যায়, হাজার হাজার ডিম প্রত্যাশী মানুষ ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছে। লাইনে দাঁড়ানো মানুষকে হইহুল্লোড় করতে দেখা যায়। কেআইবিদর গেটে বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। ইসমাইল নামে এক পুলিশ সদস্য বলেন, আমরা শুনলাম ডিম আছে ২০ হাজার।
কিন্তু মানুষ তো ত্রিশ হাজার পার হয়েছে। এখনও বিতরণও শুরু হয়নি। নির্ধারিত সময় বিক্রি শুরু হবে কিনা সন্দেহ।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর ৩ টাকা ধরে ডিম বিক্রি করার উদ্যোগ নেয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রতিটি ডিম তিন টাকায় বিক্রি হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই ডিম বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৯০ টি ডিম কিনতে পারবে।