তিস্তা চুক্তি নিয়ে প্রস্তাব তৈরি হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের মন্ত্রণালয় প্রস্তাব তৈরি করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

তিনি বলেন, ভারতের পানিসম্পদমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমেই আগামী দিনে তিস্তা চুক্তি সম্পন্ন হবে। বাংলাদেশ এ চুক্তির ব্যাপারে আশাবাদী।

শনিবার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও ভালো।

পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মোল্লা আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু পাকা ভবন করলেই হবে না, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নানামুখী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নীতি–নৈতিকতায় শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। আজকের অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

এর আগে পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।নতুন চারতলা এ ভবন নির্মাণে ব্যয় হবে ২ কোটি ৪১ লাখ টাকা।

আজকের বাজার/এমএইচ