তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে এবারে পঞ্চগড়ে বৈচিত্রপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

সকালে সূর্য উদয়ের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে। বেলা শেষে বিকাল থেকে ভোর পর্যন্ত বেশ শীত অনুভূত হয়। তাপমাত্রা একেবারে কমে যায়।

অন্যদিকে সকাল ৯টার পর থেকে বিকাল ৩টা পর্যন্ত ঝলমলে রোদের কারণে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

গত এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত শনিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ও শুক্রবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

শেষ বিকাল থেকে ভোর পর্যন্ত হিমালয়ের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কুয়াশা পড়ছে। রাতভর চলে কুয়াশাপাত। লেপ ও কম্বল ছাড়া ঘুমানো যায় না। রাতে রাস্তাঘাটে নিরবতা নেমে আসছে। কুয়াশার জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিকাল থেকে ভোর পর্যন্ত নিম্ন আয়ের মানুষদের শীত নিবারণ করতে কষ্ট হচ্ছে। অনেকেই রাতে ও ভোরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম রহিদ জানান, পঞ্চগড়ে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। তাপমাত্রা ক্রমেই কমে আসছে। ঘন কুয়াশা না থাকায় বিকাল থেকে ভোর পর্যন্ত হিমালয়ের হিম বাতাস প্রবাহিত হচ্ছে। ফলে এ সময়টাতে তাপমাত্রা একেবারে কমে যাচ্ছে।সূত্র: ইউএনবি

আজকের বাজার/লুৎফর রহমান