সশস্ত্র বাহিনীকে দেশ গঠনে প্রচেষ্টা বহাল রাখার আহ্বান

দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে: প্রধানমন্ত্রী

দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি দেশ গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে তাদের ভূমিকা বহাল রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘দেশে যদি শান্তি ও শৃঙ্খলা থাকে তাহলে অগ্রগতি অবশ্যম্ভাবী। তাই সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। দেশের মানুষের শান্তি ও নিরাপদে থাকা আমরা নিশ্চিত করতে চাই।’

সশস্ত্র বাহিনী দিবস ২০১৯ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এছাড়া, শেখ হাসিনা সশস্ত্র বাহিনীকে তাদের সর্বোচ্চ দায়িত্ববোধ ও শৃঙ্খলা বজায়ের মাধ্যমে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে অবদান রাখার তাগিদ দেন।

তিনি বালেন, আমি বিশ্বাস করি আমাদের সশস্ত্র বাহিনী সর্ব অবস্থায় চেইন অব কমান্ড মেনে ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দেশ গঠনে তাদের ভূমিকা অব্যাহত রাখবে।

আজকের বাজার/এমএইচ