দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

সুপার সাইক্লোন আম্পান সৃষ্ট সর্বশেষ দুর্যোগ পরিস্থিতি সর্বক্ষণ মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ মে) রাতে এ তথ্য জানান প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, ইতোমধ্যে প্রায় তিন লাখ লোককে উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী এর আগেও নির্দেশ দিয়েছেন।

এ সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে, আবহাওয়া অধিদপ্তর। তবে, চট্টগ্রাম ও কক্সবাজারে আগের ৬ নম্বর বিপদ সংকেত বহাল আছে।

ঘূর্ণিঝড়টি আজ বুধবার (২০ মে) বিকেল অথবা সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূল ও চরের নিম্নাঞ্চলে ১০-১৫ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এরই মধ্যে সাইক্লোন শেল্টার নেয়া হয়েছে, ১২ লাখের বেশি মানুষ।

উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত আছে সেনা, নৌবাহিনী, পুলিশ ও কোস্টগার্ড।