দেশের প্রধান নদ ও নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, উভয় নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এদিকে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, আগামী ২৪ ঘন্টায় তিস্তা, ধরলা ও দুধ কুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এরমধ্যে ধরলা নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৬ টির,হ্রাস পেয়েছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান