পরাজয়কে সতর্কবার্তা হিসেবে দেখছেন মিসবাহ

এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলংকা। দুই ম্যাচেই লংকানদের সামনে ব্যাটে-বলে দাঁড়াতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হারের পর অকপটে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন পাক কোচ মিসবাহ-উল হক। এ পরাজয়কে সতর্কবার্তা হিসেবে দেখছেন তিনি।

মিসবাহ বলেন, পরাজয় কখনও ভালো কিছু নয়। শ্রীলংকার এই দলে তাদের প্রধান খেলোয়াড়রা নেই। এমন একটি দলের কাছে হার লজ্জাজনক। এটি আসলে আমাদের জন্য চোখ খুলে দেয়ার ম্যাচ। প্রত্যেক বিভাগে আমাদের পারপরম্যান্সের ঘাটতি রয়েছে। আমরা লংকান স্পিনারদের বিপক্ষে বাজেভাবে পরাস্ত হয়েছি। ডেথ ওভারে বাজে বোলিং করেছি। হারের আরও বহু কারণ রয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান