পরিচালক মৃণাল সেন আর নেই

ভারতের পশ্চিমবঙ্গের কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃনাল সেন আর নেই।

বিংশ শতাব্দীর প্রয়াত সত্যজিৎ রায় এবং ঋতিক ঘটকের সমসাময়িক প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা ভবানিপুরের নিজ বাসভবনেই হৃদরোগে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫।

১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহন করেন তিনি। মৃণাল সেল পরিচালিত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বাইশে শ্রাবণ’, ‘চৌরস’, ‘অকালের সন্ধানে’, ‘ভুবন সোম’, ইত্যাদি। এসব সিনেমার মাধ্যমে তার খ্যাতি বিস্ময়করভাবে সমগ্র বাংলায় ছড়িয়ে পরেছিল।

তিনি ১৯৭৫ সালে তার সিনেমা চৌরসের জন্য মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে রৌপ্য পুরস্কার জিতেছিলেন। ১৯৮১ সালে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অকালের সন্ধানের জন্য গ্র্যান্ড জুরি পুরস্কার এবং ১৯৮৩ সালে ‘খারজির’ জন্য কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পেয়েছিলেন।

কুনাল সেন নামে তার এক ছেলে রয়েছেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ