পরিবহন খাতেও অভিযান পরিচালনার আহ্বান

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যলীগের নেতারা ‘গডফাদার ও পুলিশের দুর্নীতি এবং হয়রানি’ বন্ধ করার জন্য পরিবহন খাতেও অভিযান পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।

দেশে নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত পরিবহন খাতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ইসমাইল হোসেন বাচ্চু।

তিনি বলেন, ‘আমরা পরিবহন মালিকরা এখন দেশব্যাপী সড়ক ও মহাসড়কে গডফাদারদের অবৈধ চাঁদাবাজি এবং পুলিশের দুর্নীতি ও হয়রানিতে উদ্বিগ্ন।’

সেই সাথে তিনি সব বাস ও ট্রাক টার্মিনালে পরিবহন শ্রমিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ এবং সড়ক পরিবহন আহত শ্রমিকদের তাৎক্ষণিক চিকিৎসায় ভ্রাম্যমাণ চিকিৎসালয় স্থাপন করার দাবি জানান।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যলীগের আহ্বায়ক এসএম শাহ আলমও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবং তিনি পরিবহন খাতে অভিযান চালানোর প্রতি গুরুত্বারোপ করেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ