‘পুঁজিবাজারে বিনিয়োগের অনূকুল পরিবেশ রয়েছে’

ব্যাংকে পর্যাপ্ত তারল্য এবং আন্ত:ব্যাংক সুদের হার অনেক কম রয়েছে বলেবর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

মঙ্গলবার (৩১ জুলাই) ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মূদ্রানীতি ঘোষণার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  বৈদেশিক লেনদেন ভারসাম্য রাখার জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আন্তঃপ্রবাহ  জোরদার করার পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও পুঁজিবাজারে বিনিয়োগ আকর্ষণ কার্যক্রম জোরদার করা গুরুত্বপূর্ণ হবে। মূলধন বাজারে ইক্যুইটি এবং বন্ড ইস্যু কার্যক্রম বিকাশের গুরুত্বের দিকে আমরা এর আগের মূদ্রানীতিতে দৃষ্টি আকর্ষণ করেছি।

এছাড়া মূদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্ট্র্যাটেজিক পার্টনারের বিষয়টি। সেখানে বলা হয়েছে পুঁজিবাজারে ২০১৮ সালে প্রথমাংশে ইনডেক্স ও দামে ভোলাটালি ছিল অনেক বেশি। তবে এর সঙ্গে ইতিবাচক হলো পোর্টফোলিও বিনিয়োগে চীনা কনসোর্নিয়ামের যুক্ত হওয়া। এতে পুঁজিবাজার আরো গতিশীল হবে।

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণা করা হয়।

আরএম/