প্রক্রিয়াধীন ২৫ প্রতিষ্ঠানের আইপিও

প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিও মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিভিন্ন খাতের মোট ২৫ টি প্রতিষ্ঠান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র কাছে আবেদন করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করা এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টি প্রতিষ্ঠান বুকবিল্ডিং পদ্ধতিতে এবং বাকি ১৫টি প্রতিষ্ঠান স্থির মূল্য পদ্ধতিতে আসতে চায়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিওতে আসতে আবেদন করা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন খাতের। এদের মধ্যে বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো হলো:
ডেল্টা হসপিটাল ৫০ কোটি টাকা উত্তোলন করবে, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ১৪৯ কোটি ৮৬ লাখ টাকা উত্তোলন করবে, স্টার সিরামিকস ৬০ কোটি টাকা উত্তোলন করবে, বারাকা পতেঙ্গা ২২৫ কোটি টাকা উত্তোলন করবে, লুবরেফ বাংলাদেশ ১৫০ কোটি টাকা উত্তোলন করবে, আমান টেক্স ২০০ কোটি টাকা উত্তোলন করবে, মীর আখতার হোসেন লিমিটেড ১২৫ কোটি টাকা উত্তোলন করবে, মডার্ন স্টিল মিলস ২০০ কোটি টাকা উত্তোলন করতে চায়, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ১০০ কোটি টাকা তুলবে পুঁজিবাজার থেকে, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ ৫০ কোটি টাকা উত্তোলন করবে।

আর ইতোমধ্যে বুক বিল্ডিংয়ে বিডিং প্রকিয়ায় রয়েছে ২ টি প্রতিষ্ঠান:
এডিএন টেলিকম ৫৭ কোটি টাকা উত্তোলন করবে এবং পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৭০ কোটি টাকা উঠাবে।

অভিহিত বা স্থির মূল্য পদ্ধতিতে আইপিওতে আসতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো:
এক্সপ্রেস ইন্স্যুরেন্স ২৬ কোটি ৭৯ লাখ টাকা উঠাবে, ইলেক্ট্রো ব্যাটারি কোম্পানি সাড়ে ২২ কোটি টাকা উঠাবে, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা উত্তোলন করবে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি ১৬ কোটি টাকা উত্তোলন করবে, আল ফারুক ব্যাগস ৩০ কোটি টাকা উত্তোলন করবে, বিডি পেইন্টস ২০ কোটি টাকা উত্তোলন করবে, ই জেনারেশন ১৫ কোটি টাকা উত্তোলন করবে, এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ১৮ কোটি টাকা উত্তোলন করবে, বনিতো অ্যাক্সেসরিজ ইন্ড্রাস্ট্রিজ ৩০ কোটি টাকা উত্তোলন করবে। পিইবি স্টিল অ্যালায়েন্স ১৫ কোটি টাকা উত্তোলন করবে, আসিয়া সি ফুড ২০ কোটি টাকা উত্তোলন করবে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১৯ কোটি টাকা উত্তোলন করবে, বিডি থাই ফুড অ্যান্ড বিভারেজ ১৫ কোটি টাকা উত্তোলন করবে। এএফসি হেলথ ১৭ কোটি টাকা উত্তোলন করবে। ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ ২৫ কোটি টাকা তুলবে।

 

আজকের বাজার /মিথিলা